Dhaka, Wednesday | 20 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 20 August 2025 | English
সি ট্রাক বন্ধ হলেও ঝুঁকি নিয়ে চলছে ট্রলার!
‘আমি মরার কারণ হলো পান্না’ চিরকুট লিখে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে ‘থাপ্পর’, নেওয়া হলো হাসপাতালে
ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা
শিরোনাম:

বাণিজ্য যুদ্ধে ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী মস্কো

প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১:২৯ পিএম  (ভিজিটর : ২৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুণগত মান ও কম দামের কারণে শুরু থেকেই রাশিয়ার গম আমদানি করছে বাংলাদেশ। তবে এতদিন তা এসেছে তৃতীয় দেশ—পোল্যান্ড, জার্মানি ও তুরস্ক হয়ে। এবার সরাসরি বাণিজ্যের আগ্রহ দেখাচ্ছে রাশিয়া।

সম্প্রতি বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির সিদ্ধান্ত নেয়। তবে দক্ষিণ এশিয়ার বাজার হাতছাড়া করতে চায় না রুশ ব্যবসায়ীরা। সেই লক্ষ্যেই রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিনটর্গ দিয়েছে নতুন প্রস্তাব।

চলতি অর্থবছরের প্রথম ধাপে পাঁচ লাখ টন গম রপ্তানি করতে চায় প্রতিষ্ঠানটি। সুবিধাজনক চুক্তি হলে সারাবছরই এ কার্যক্রম চালিয়ে যেতে চায় তারা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর রাশিয়ার আগ্রহের চিঠি ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে পৌঁছেছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, “আমাদের এক্সপোর্ট সিস্টেমকে সুরক্ষিত রাখার জন্য অন্তর্বর্তী সরকার রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। উন্নত দেশগুলোর মতো আমাদের সক্ষমতা না থাকলেও শ্রমঘন খাতে আমরা এগিয়ে। তাই লেবার ইনসেনটিভ প্রোডাক্টের দিকে মনোযোগ বাড়ানো জরুরি।”

এ বিষয়ে সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, “সস্তায় আমদানির সুযোগ যেমন আছে, তেমনি রপ্তানি সক্ষমতা বাড়িয়ে রাশিয়ার মতো বড় বাজারে প্রবেশের সুযোগও রয়েছে। তবে এজন্য ব্যাংকিং ব্যবস্থা, পেমেন্ট সিস্টেম ও দ্বিপাক্ষিক সমঝোতা জোরদার করা দরকার।”

শুধু গম নয়, এলএনজি, সার, লোহা ও রাসায়নিকসহ নানান পণ্য রপ্তানিতে আগ্রহ দেখাচ্ছে রাশিয়া। গত তিন মাসে বাংলাদেশকে অন্তত এক ডজন প্রস্তাব দিয়েছে তারা। আলোচনায় আছে তৃতীয় দেশ বাদ দিয়ে সরাসরি বাণিজ্য চালুর বিষয়ও।

এছাড়া দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক প্রভাব বাড়াতে ঢাকার সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে মস্কো। গুরুত্ব পাচ্ছে ২০১৭ সালে সই হওয়া আন্তঃসরকার কমিশন চুক্তি। তথ্য বলছে, অর্থনৈতিক কৌশল, বৈজ্ঞানিক গবেষণা এবং কৃষি-প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণাগার নির্মাণের প্রস্তাবও দিয়েছে পুতিন প্রশাসন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝