টেকনাফ বিজিবি’র অভিযানে একজন নারী মাদক কারবারীকে ৮১,৩৫৫ পিস ইয়াবা ও নগদ ১,০১,৯৭০ টাকাসহ আটক করেছে বিজিবি।
ধৃত ও পলাতক আসামি হলেন হাতিয়ার ঘোনা এলাকার ফরিদ আহমেদ মেয়ে রুজিনা আক্তার (৩৯), পলাতক আসামমি মৃত্যু আব্দুর রশিদের ছেলে সোনা মিয়া (৩৭),
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৯ জুলাই বুধবার রাতে গোপন সূত্রে জানা যায় যে, চোরাকারবারীরা মায়ানমার থেকে সাগরপথে মাদকের একটি বড় চালান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হাতিয়ার ঘোনা করাচিপাড়া এলাকার গহীনে পাহাড়ি অঞ্চল সংলগ্ন একটি বসতবাড়িতে গোপনে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে, ২ বিজিবি’র নিজস্ব গোয়েন্দারা নিশ্চিত করেন যে, করাচিপাড়ার সোনা মিয়ার বাসায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
কালক্ষেপন না করে, টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে চোরাকারবারীদের ধরতে বিজিবি’র বেশ কয়েকটি বিশেষায়িত দল গভীর রাতে করাচিপাড়াকে ঘিরে ফেলে অভিযান চালায়। এই সময় লে. কমান্ডার সাদিক রাফি ও তার টহল দলটি সোনামিয়ার বাড়িতে তল্লাশি করে ৮১,৩৫৫ একজন আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তবে, অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সোনা মিয়া পাহাড়ে পালিয়ে যায়। অভিযান শেষে সোনা মিয়ার স্ত্রীকে মাদক ও নগদ ১,০১,৯৭০ টাকাসহ প্রচলিত আইন অনুযায়ী টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
এফপি/রাজ