Dhaka, Tuesday | 1 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 1 July 2025 | English
সক্ষমতার সীমা ছাড়িয়ে তেল পরিশোধনে ইস্টার্ন রিফাইনারির নতুন রেকর্ড
শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান
সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো
মৃত্যুদণ্ড বাতিল হোলি আর্টিজান হামলার আসামিদের
শিরোনাম:

বিগত কমিশন গায়ের জোরে পদ্মা সেতু মামলার প্রতিবেদন দিয়েছে: দুদক চেয়ারম্যান

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৪২ পিএম  (ভিজিটর : ১১)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন।

‘পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলার প্রতিবেদন বিগত কমিশন গায়ের জোরে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন।

আজ মঙ্গলবার (১ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

আবদুল মোমেন বলেন, ‘আমাদের এই নতুন কমিশন শুরু হওয়ার পর বিষয়টি আমরা পুনরায় বিবেচনা করেছি। বিবেচনা করার পর আমরা দেখি, এটা অনেকটা গায়ের জোরেই মামলাটাকে বসিয়ে দিয়েছে। আমাদের কমিশন গঠনের পর আমরা মনে করেছি, মামলাটাকে পুনর্জীবিত করা প্রয়োজন। সেজন্য আমরা আবার নতুন করে তদন্ত শুরু করি।’

প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘তদন্ত কাজ শুরু করতে আমরা নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করি। কর্মকর্তা কাজ করতে থাকেন। এখনও তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। দাখিল না হলেও আমরা কিছু তথ্য পেয়েছি, যেখানে দেখা যায়, কাজের জন্য যে মূল্যায়ন কমিটির গঠন করা হয়, সেটি একাধিকবার পরিবর্তন করা হয়েছে। যার মাধ্যমে অসৎ উদ্দেশ্য ও অপরাধ প্রবণতা থেকে যায়। সেটা প্রমাণিত হয়েছে।’

আবদুল মোমেন বলেন, ‘কোনো বড় প্রজেক্ট করতে গেলে দেখা যায়, একই জিনিস একাধিকবার ব্যবহার করার সুযোগ থাকে। যে জিনিসটা একবার ক্রয় করলে একাধিকবার ব্যবহার করা যায়, সেটা বারবার দেখানো হয়। এখানে এটাই ঘটেছে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘কনসালটেন্টের সিভি সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। এক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হয়েছে বলে আমাদের তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। মূল্যায়নের বিভিন্ন পর্যায়ে এগুলো অ্যাভয়েড করে গেছে। এ ছাড়া মূল্যায়ন কার্যক্রম চলাকালে মূল্যায়ন কমিটির গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ও তথ্য পুরোপুরিভাবে উদঘাটন করার দরকার ছিল, কিন্তু বিষয়টি করা হয়নি।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘পদ্মা সেতুর পরামর্শ নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছিল। এটা নিয়ে পরবর্তীতে মামলা হয়। মামলার উপাদানগুলো সঠিক থাকার পরই আদালতে এফআইআরটি দাখিল করা হয়। আগের মামলার যে প্রতিবেদন দাখিল করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি, নতুন কর্মকর্তা একটি স্বয়ংসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত করতে গিয়ে যাদের নাম আসবে, আমরা আমাদের মতো করে দেখব। গাফিলতি পেলে আমরা সেটিকে বিবেচনায় আনব। এখন আমরা তদন্ত প্রতিবেদনের অপেক্ষা করব।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝