জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকের এই দিনে জুলাই গণ-অভ্যুথানের যাত্রা শুরু হয়েছিল। সারা বাংলাদেশের ছাত্রসমাজ একটি যৌক্তিক আন্দোলনে নেমে এসেছিল। সেই আন্দোলনে যখন খুনি হাসিনা সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন নিপীড়ন চালায়, ছাত্র সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায়। তখন ছাত্র শ্রমিক সাধারণ জনগণ সবাই এক দফার দাবিতে রাজপথে নেমে এসেছিল।
আমরা বলতে চাই, এই গণ-অভ্যুথানে হাজারও মানুষ শহীদ হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে। একটা নতুন বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। সেই বাংলাদেশে কথা বলতে গেলে, পুলিশ আপনার উপর গুলি চালাবে না। আপনি কথা বলতে চাইলে প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন। জুলাই গণ-অভ্যুথান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাদেরকে।
তিনি আরও বলেন, শহীদেরা রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা আবারো নিজের রক্ত দেব। জুলাই গণ-অভ্যুথানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে।
আমরা জানি, গাইবান্ধা দরিদ্র জেলাগুলার মধ্যে অন্যতম। নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসি অনেকদিন ধরে হয়ে আসছে।
আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা একটি নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি। ২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। শেখ হাসিনা উৎখাত হয়েছে, পতনও হয়েছে। কিন্তু নতুন দেশ এখনও গঠন হয়নি। এই নতুন দেশ গড়ার জন্য এখন আমরা রাজপথে নেমেছি।
জাতীয় নাগরিক পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলে। আজকের এই সমাবেশেও দলিত হরিজন নানা ধর্মের নানা বর্ণের মানুষ এখানে এসেছেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
আজ মঙ্গলবার দুপুর তিনটায় গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনার চত্বরে জুলাই গণ-অভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ।
এরআগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জ থেকে দুপুর দুইটার দিকে সাদুল্লাপুর উপজেলা সদরে পদযাত্রা করে। পদযাত্রা শেষে তারা গাইবান্ধায় আসেন।
জুলাই গণ-অভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
এফপি/রাজ