যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে পারিবারিক টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় মা, ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ জুন) বিকেলে অজিত কুমার রায়ের ছোট ছেলে আকাশ রায় (৪৬) তার নিজ বাড়িতে পারিবারিক টিউবওয়েল বসানো নিয়ে আপন দুই বড় ভাই বিকাশ চন্দ্র রায় ও প্রকাশ চন্দ্র রায়ের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাকবিতন্ডা হাতাহাতিতে রূপ নিলে বিকাশ ও প্রকাশ মিলে আকাশকে মারধর করতে থাকেন।
আকাশের চিৎকার শুনে তার স্ত্রী স্বপ্না সরকার (৩১) ও বৃদ্ধা মা পূর্ণিমা রায় (৭৫) ছুটে এলে তাদেরকেও মারধর করা হয়। মারধরের একপর্যায়ে আকাশ ও তার মায়ের মাথা ফেটে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আকাশ রায় ঘটনার পরদিন কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তিনি তার দুই আপন বড় ভাইয়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা, খুন জখমের চেষ্টার অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিকাশ রায় বলেন, আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এটি পারিবারিক বিষয়, আমরা মীমাংসার চেষ্টা করছি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ভাই-ভাইয়ের মধ্যে মারামারির একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/রাজ