রবিবার আসলেই হাট বসে। সে-ই শত বর্ষ আগে থেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার মওলাগঞ্জ বাজারে (বড় বাজার) এই হাটটির সুখ্যাতি বৃহত্তর কুমিল্লা জুড়ে। তবে,বিগত ১২/১৩ বছর ধরে রবিবারের হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে এই বড়বাজারের বিশাল এলাকা জুড়ে বেচা-কেনার জন্য অপেক্ষা করে শত-শত কবুতর। হাজারো পণ্যসামগ্রী এই বৃহত সাপ্তাহিক হাটে সদাই হলেও, কবুতর বাজারটি সুখ্যাতি কুড়িয়েছে যুগ ধরে।
এখানে পাশ্ববর্তী নারায়নগঞ্জ, সাভার,ঢাকার কাপ্তান বাজার, নরসিংদী মাধবদী, গোপালদী, মুরাদনগর, নবীনগর, ব্রাহ্মনবাড়িয়া,আখাউড়াসহ বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ক্রেতারা আসেন নানান প্রজাতির কবুতর কিনতে বা বেঁচতে। ক্রেতা-বিক্রেতাদের জন্য দেয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা,আর্থিক গ্যারান্টি, থাকা-খাওয়ার ব্যবস্থা করেন হাটের ইজারাদার। জানা গেছে, এই হাটে ৮ শ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের একজোড়া কবুতর বিক্রি হচ্ছে। জাত, রং, বয়স ইত্যাদির উপর নির্ভর করে দাম ঠিক করা হয়।
কবুতর হাট ঘুরে দেখা গেছে, ম্যাগপাই, বুডারবল, কৃষ্ণা, লক্ষ্যা, জগভিন, নান, বাগদাদী, রেইন, লালসিরাজী, সিলভার সিরাজী, জেকভিন, সাটিং, গ্রীবাজ, হোমাসহ নানা রং আর জাতের মূল্যবান কবুতর কেনা-বেচা হয় এই হাটে।আর লেনদেন হয় বেশ কয়েক লাখ টাকার।
এফপি/রাজ