Dhaka, Tuesday | 8 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 8 July 2025 | English
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার রহস্য উদঘাটন দাবিতে মানববন্ধন
মূল্যস্ফীতি দুই বছর পর ৯ শতাংশের নিচে
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯২
আধুনিক নিরাপদ খাদ্যব্যবস্থা গড়তে দরকার দক্ষ মানবসম্পদ: খাদ্য উপদেষ্টা
শিরোনাম:

চট্টগ্রামে দস্তগীর চৌধুরী চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:২১ পিএম  (ভিজিটর : ৪)

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আজ শুক্রবার দুপুরে কদমতলী মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আলহাজ্ব দস্তগীর চৌধুরীর নামে ‘দস্তগীর চৌধুরী চত্বর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মুক্তিযোদ্ধা দস্তগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এক এগারোর পর তিনিই চট্টগ্রামের প্রথম রাজনীতিবিদ হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। আওয়ামী লীগের অবৈধ শাসনামলেও তিনি সাহসিকতার সঙ্গে কঠিন সময়ে রাজনীতি করেছেন।

তিনি বলেন, দস্তগীর চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। তিনি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। ক্রীড়া উন্নয়নে তাঁর অবদান চট্টগ্রামবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে।

মেয়র তাঁর বক্তব্যে শহরের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের শহরকে পরিস্কার রাখার দায়িত্ব আমাদের সবার। আমরা যদি প্লাস্টিক, পলিথিন, ডাবের খোসা ও ময়লা যথাস্থানে ফেলি, তাহলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাব এবং ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো রোগের সংক্রমণও কমবে। চট্টগ্রামে এখন করোনার সংক্রমণও বাড়ছে, ইতোমধ্যে শতাধিক রোগী শনাক্ত হয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

তিনি আরো বলেন, আমি বাকলিয়া আইল্যান্ডে গিয়েছিলাম। ইনভেস্টরদের সঙ্গে কথা হয়েছে, সেই এলাকা নিয়ে আমরা একটি ওয়ান সিটি, টু টাউন গড়ার পরিকল্পনা করছি। চট্টগ্রাম সিটি হবে ক্লিন, গ্রীন, হেলদি সিটি। আমরা চট্টগ্রাম শহরকে একটি পরিবর্তনের শহর হিসেবে গড়তে চাই-এই পরিবর্তন চট্টগ্রামবাসীর জন্যই নয়, বরং পুরো বাংলাদেশের মানুষের জন্য।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী মো. সালাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এস. এম. সাইফুল আলম ও নিয়াজ মোঃ খান, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, নুর উদ্দিন নুরু, মা ও শিশু হাসপাতালের সভাপতি মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, মরহুম দস্তগীর চৌধুরীর স্ত্রী কামরুন নাহার দস্তগীর, সন্তান ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বিএনপি নেতা মো. আলী, মোস্তাফিজুর রহমান ভুলু, কায়সার হোসেন বাবু, জাকির হোসেন, ইঞ্জিনিয়ার জাভেদ আবছার, ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান, মোঃ শাহাজান, এম এ হালিম, বাদল, কামরুন নাহার লিজা, মুজিবুর রহমান, ওসমান, হারেজ, নুর খান, নুর জাহেদ বাবলু, আলমগীর, আনোয়ার আবেদীন মুন্না, আরাফাত, রাশেদ, আবদুল আজিজ, জুয়েল, সোহেল, লিটন, আক্তার খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝