Dhaka, Tuesday | 26 August 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 26 August 2025 | English
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযানে মিলল অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র
শেরপুরের সীমান্তে ২ মানব পাচারকারীসহ ৫ অনুপ্রবেশকারী আটক
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:

বাঞ্ছারামপুরে রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সম্মাননা

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ২:০৭ এএম  (ভিজিটর : ১৪৮)

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের ৩৯  জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় যারা জিপিএ ৫ পেয়েছে তাদেরকে নিয়ে আজ এই অনুষ্ঠান।

রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. রাশেদুল হক পলাশের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহম্মদ জমদ্দার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া।

প্রধান অতিথি বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বড় ডিগ্রি গ্রহণ করলে হবে না সাথে মানুষ হতে হবে। চরিত্র, ভদ্রতা, মানবিকতার গুণাবলী থাকতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাকির হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. এ এফ এম আমীর হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা, জনতা ব্যাংক পিএলসির ডিজিএম ইনচার্জ মো. সিরাজুল ইসলাম। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনূস বিএসসি, এম এ মতিন, হারুনুর রশিদ আকাশ, মোঃ কুদ্দুস মেম্বার, ভিপি মজিবুর রহমান, মো. শাহজাহান ভূইয়া, মো. আমীর হোসেন, মো. শাহনেওয়াজ, মো. ফয়সল আহম্মেদ প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মুছা হায়দার। আলোচনা শেষে জিপিএ ৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝