Dhaka, Wednesday | 20 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 20 August 2025 | English
সি ট্রাক বন্ধ হলেও ঝুঁকি নিয়ে চলছে ট্রলার!
‘আমি মরার কারণ হলো পান্না’ চিরকুট লিখে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে ‘থাপ্পর’, নেওয়া হলো হাসপাতালে
ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা
শিরোনাম:

নিঃসঙ্গ জীবনের সঙ্গী হবে আরিয়া, প্রয়োজন মেটাবে প্রেমিকারও

প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১০:০৭ এএম  (ভিজিটর : ১২১)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাকিত্বে ভুগছেন, সঙ্গীর প্রয়োজন? চিন্তা নেই। সম্প্রতি লাস ভেগাসের একটি ইলেকট্রনিক্স শোতে আরিয়া নামে এক রোবট ঝড় তুলেছে। রিয়েল বোটিক্স নামক মার্কিন এক সংস্থা আরিয়া রোবটটি তৈরি করেছে। তাদের দাবি, একবার এই রোবট কিনলে বাস্তব জীবনে আর প্রেমিকার প্রয়োজন হবে না!

রিয়েল বোটিক্স কর্তৃপক্ষের দাবি, রেগে গেলে প্রেমিকা ঠিক যেমন আচরণ করে, রোবট গার্লফ্রেন্ড আরিয়াও তেমনই করবে।

এমনকি মন খারাপে সে আপনার কথা শুনবে। সমস্যার সমাধানও দেবে। এই ক্ষেত্রে বিজ্ঞানীদের অবদান রোবটদের আগের তুলনায় আরও মানবিক করে তুলছে। অর্থাৎ, আরিয়া সব কিছু বুঝতে পারে।

একেবারে গার্লফ্রেন্ডের মতোই আচরণ করবে আপনার সঙ্গে। ভালবাসা, কথা, গান এবং কখনও কখনও অভিমানও করবে।  কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটটির ঘাড় থেকে পা পর্যন্ত রয়েছে ১৭টি মোটর। যা আরিয়ার মুখ এবং চোখের নড়াচড়া, অন্যান্য অঙ্গভঙ্গি হুবহু মানুষের মতো করতে সহায়তা করছে।

আরিয়াকে প্রথম দেখা গেছে গত সপ্তাহে লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ২০২৫-এ। তার দাম ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা (১ লাখ ৭৫ হাজার ডলার)।

রিয়েল বোটিক্সের সিইও অ্যান্ড্রু কিগুয়েল জানান, তার কোম্পানির লক্ষ্য এমন রোবট তৈরি করা, যা মানুষের কাছ থেকে প্রায় আলাদা করা যাবে না। একই সঙ্গে তা পুরুষদের একাকিত্ব দূর করবে। 

তিনি বলেন, ‘আমরা রোবট নির্মাণে এক অনন্য স্তরে পৌঁছেছি। এটা মানুষের রোমান্টিক সঙ্গী হতে পারে, আপনার কথা মনে রাখবে এবং বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মতো আচরণ করবে।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝