Dhaka, Thursday | 21 August 2025
         
English Edition
   
Epaper | Thursday | 21 August 2025 | English
ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে: সারা হোসেন
সি ট্রাক বন্ধ হলেও ঝুঁকি নিয়ে চলছে ট্রলার!
‘আমি মরার কারণ হলো পান্না’ চিরকুট লিখে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে ‘থাপ্পর’, নেওয়া হলো হাসপাতালে
শিরোনাম:

সুন্দরগঞ্জে এমপিও বঞ্চনার অভিযোগে উপাধ্যক্ষের সংবাদ সম্মেলন

প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:৩৮ পিএম  (ভিজিটর : ৪১)

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভূরারঘাট এম.ইউ বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন দীর্ঘদিনের বেতন-ভাতা বঞ্চনা, অনিয়ম ও ভুয়া নিয়োগের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৬ জুন) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার বাহিরগোলা মসজিদসংলগ্ন নিজস্ব কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি ২০১০ সাল থেকে প্রভাষক (আরবি) পদে এবং পরবর্তীতে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ২০১৮ সালের জুলাই মাসে আমি এবং আরও চারজন শিক্ষক মোছা. মোবাশ্বেরা মাহমুদা, নাজমা বেগম, মোছা. দিল আফরোজা ও মো. আতিকুর রহমান এমপিওভুক্তি থেকে বঞ্চিত হই। পরবর্তীতে মোবাশ্বেরা মাহমুদা অন্যত্র চাকরিতে যোগ দেন।’

তার অভিযোগ, তৎকালীন সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের সরাসরি হস্তক্ষেপে মাদ্রাসায় একাধিক অযোগ্য ব্যক্তি নিয়োগ পান। তাদের সহায়তায় প্রকৃত শিক্ষকরা এমপিও থেকে বাদ পড়েন এবং নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, ‘ভুয়া প্রভাষক ও উপজেলা তাতী লীগের সভাপতি মো. ইউনুস আলী এবং মোছা. নিলুফা ইয়াসমিনের যোগসাজশে আমাদের এমপিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বাধ্য হয়ে আমরা হাইকোর্টে ৮৮০৮/২১ ও ৯০০৮/২১ নম্বর রিট দায়ের করি। আদালত আমাদের পক্ষে রায় দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১০ মে তারিখে দেওয়া প্রতিবেদনে মোছা. নিলুফা ইয়াসমিনের চাকরিকে অবৈধ ঘোষণা করে তার বেতন স্থগিত করা হলেও মো. ইউনুস আলী এখনও বহাল তবিয়তে রয়েছেন এবং সরকারি কোষাগার থেকে বছরের পর বছর বেতন-ভাতা গ্রহণ করে আসছেন।’

সংবাদ সম্মেলনের মাধ্যমে উপাধ্যক্ষ সাখাওয়াত হোসেন শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যথাযথ তদন্তের আহ্বান জানান। পাশাপাশি ভুয়া নিয়োগ বাতিল, দোষীদের শাস্তি এবং বৈধ শিক্ষকদের বকেয়াসহ বেতন-ভাতা দ্রুত ছাড়ের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক দিল আফরোজ বেগম, আতিকুর রহমান, প্রভাষক হারুন অর রশিদ, প্রভাষক আলাউদ্দীন মজুমদার উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ভূরারঘাট এম.ইউ. বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দীর্ঘদিন ধরেই এমপিও সংক্রান্ত জটিলতা এবং প্রশাসনিক অনিয়ম চলে আসছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝