Dhaka, Wednesday | 17 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 December 2025 | English
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরব: তারেক রহমান
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
শিরোনাম:

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৯:২৯ পিএম  (ভিজিটর : ৮৯)

পটুয়াখালী দশমিনায় বৃহস্পতিবার দিবাগত রাতে শাহীন খলিফা(২৬)নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার আলীপুর ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ড পশ্চিম আলীপুর গ্রামের মজিবুর রহমান খলিফার ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানান উপজেলার আলীপুর ইউনিয়নের মোঃ শাহীন খলিফা দীর্ঘদিন ইয়াবার ব্যবসা করে যুবসমাজ ধ্বংস করে আসছে। এ ঘটনার বিষয়ে সমাজের লোকজন পরিবারের কাছে বলতে গিয়ে বারবার হেনস্তার শিকার হন। সেই থেকে এলাকার লোকজন প্রশানের দৃষ্টি আকর্ষনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহীনের মাদক ব্যবসা নিয়ে লেখালেখি করেন। আরো জানা যায় শাহীনের কাছ থেকে ইয়াবা ক্রয়ের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মাদক সেবিরা আসতো। ওকে গ্রেফতারের কথা শুনে এলাকার লোকজনা মানসিক ভাবে স্বস্তি পেয়েছে। এলাকার যুবসমাজ মাদকের মরন নেশা থেকে দূরে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

থানা সূত্রে জানা যায় উপজেলার আলীপুর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের শাহীন দীর্ঘদিন মাদক বিক্রির সাথে জড়িত। বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলেও ধরা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সাংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) গৌবিন্দ চন্দ্র সরকার সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাবার চেষ্টা করলে তাকে ১৫পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশমিনা থানা পুলিশ সতর্ক অবস্থানে আছে। মাদক নিয়ন্ত্রণ অভিযানে উপজেলার চিহ্নিত মাদক ব্যবসয়ী মোঃ শাহীন খলিফাকে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃস্পতিবার বিকেলে আদলতে প্রেরণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝