Dhaka, Friday | 1 August 2025
         
English Edition
   
Epaper | Friday | 1 August 2025 | English
ফরিদপুরে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
‘প্লট দুর্নীতি’ মামলায় হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু
বিশ্বনাথপুর বাঙালি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
শিরোনাম:

জাতীয় নির্বাচনের দাবিতে মাঠে নেমেছেন শেরপুরের প্রিয়াঙ্কা

প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:৩২ পিএম  (ভিজিটর : ১১৪)

৩১ দফা বাস্তবায়ন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবীর প্রতি জনসমর্থন আদায় করতে মাঠে নেমেছেন শেরপুর-১ আসনের সাবেক ধানের শীষ প্রতীকের প্রার্থী, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

মঙ্গলবার ১০ জুন বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার চরপক্ষীমারি, বলায়েচর, চরমোচারিয়া ও লছমনপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। 

বিএনপির এই নেত্রী অন্তত ৮টি পৃথক পথসভায় বক্তব্যে বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই এটাই বিএনপির অবস্থান। নির্বাচন এখন জনতার দাবি বিগত চারটি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনের নামে তামাসা করেছে আওয়ামী লীগ। দিনের ভোট রাতে নিয়েছে। আমি শেরপুর-১ আসনে ২০১৮ নির্বাচন করেছিলাম। আমার বিজয় নিশ্চিত জেনে রাতে নৌকায় সীলদিয়ে বাক্সভরে রাখে। মাত্র এক ঘন্টার ভোটে আমি ত্রিশ হাজার ভোট পেয়েছিলাম।

উক্ত গণসংযোগে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সদর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহাম্মেদ, শহর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০১৮ সালে দেশের সর্ব কনিষ্ঠ এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন,  সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এসময় আওয়ামী লীগের হামলা ভাংচুর উপেক্ষা করে তীব্র প্রতিরোধ ও প্রতিবাদ করে সারা দেশে আলোচিত হয়েছিলেন এ নারী। এরি ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেতে গ্রাম থেকে গ্রামান্তরে চষে বেড়াচ্ছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝