Dhaka, Tuesday | 24 June 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 24 June 2025 | English
কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা
করোনা আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৯২
সে যেই হোক, ইরানে আক্রমণ সহ্য করব না: এরদোয়ান
শিরোনাম:

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কখন, কোথায়?

প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ২:৩৭ পিএম  (ভিজিটর : ৪০)

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র হওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল ১০ জুনের জন্য। কারণ আজ বাংলাদেশের ফুটবলের বড় একটি দিন। লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাবেন হামজা-শমিতরা। 

বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। এই গ্রুপের চারটি দল – ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর ও হংকংয়ের প্রত্যেকেই এক পয়েন্ট করে টেবিলে সমান অবস্থানে রয়েছে এবং সবার গোলপার্থক্যও শূন্য।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। চার বছরে দীর্ঘ ও ব্যয়বহুল সংস্কারের মধ্য দিয়ে গেছে এই স্টেডিয়াম। এই মাঠেই ৪ জুন বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়ে গেছে। দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো সেখানে ম্যাচ হওয়ায় দর্শকদের উপস্থিতি ছিল উপচে পড়া।

আজকের ম্যাচের জন্যও দর্শকচাহিদা ছিল অনেক। অনলাইনে টিকিট ছাড়ার পর তা দ্রুত বিক্রি হয়ে গেছে। তবে টিকিট কেনার ক্ষেত্রে ব্যাপক সাইবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে দর্শকদের।

আজকের ম্যাচটি সরাসরি মাঠ থেকে উপভোগ করবেন ২৩ হাজারেরও বেশি দর্শক। তবে যারা টিকিট কিনতে পারেননি তাদের জন্যও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা স্টেডিয়ামের মতো পরিবেশে খেলা দেখতে চান, তাদের জন্য দেশের আটটি বিভাগীয় শহরে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি সম্প্রচার করা হবে।

স্থানগুলো হচ্ছে- ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের জেলা স্টেডিয়াম (সাবেক এমএ আজিজ স্টেডিয়াম), সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড়, রাজশাহীর নানকিং বাজার, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহ জেলা পরিষদ এবং রংপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিন বসানো হবে।

তাছাড়া টিভির পর্দাতেও দেখা যাবে ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝