Dhaka, Friday | 1 August 2025
         
English Edition
   
Epaper | Friday | 1 August 2025 | English
ফরিদপুরে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
‘প্লট দুর্নীতি’ মামলায় হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু
বিশ্বনাথপুর বাঙালি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
শিরোনাম:

শেরপুরে ট্রাকচাপায় নিহত ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১:৩৫ পিএম  (ভিজিটর : ৯৫)

শেরপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে।

৪ জুন বুধবার রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার মোবারকপুর মহল্লায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা দক্ষিণ নামাপাড়া গ্রামের ইলিয়াস হোসেন মেম্বারের ছেলে আল-আমিন (১৮), একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮) ও তৃতীয় লিঙ্গের রিতা বিশ্বাস (২৩)। এ ঘটনায় আহত ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে শেরপুর পৌর শহরের মোবারকপুর এলাকায় শেরপুর শহরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয় শ্রীবরদীগামী একটি ট্রাক। এসময় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী ইমরান ও রিতা বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হয়। পরে ইমরান হোসেন নামে আরেকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মৃত অবস্থায় পাই। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করার পর সেখানে ইমরান মারা যায়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম বলেন, ট্রাক চাপায় অটোরিকশার তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝