Dhaka, Monday | 4 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 4 August 2025 | English
জয়পুরহাটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ
শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেল
ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
শিরোনাম:

তামিমের ফিফটিতে হেসেখেলে ঢাকাকে হারালো বরিশাল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:১৯ পিএম  (ভিজিটর : ১০১)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগের ম্যাচে রেকর্ড বই তোলপাড় করে দিয়েছিল ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে আবারও ব্যর্থ লিটন। তবে উজ্জ্বল ছিলেন তানজিদ তামিম। তার ফিফটির পরও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। অধিনায়ক তামিম ইকবালের ফিফটিতে হেসেখেলেই জিতেছে ফরচুন বরিশাল। ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা।

শুধুমাত্র তানজিদ তামিম একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন। তার ফিফটির পরও ১৯ ওভার ৩ বলে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। তানজিদ তামিম ৪৪ বলে ৬২ রান করেন। বরিশালের পক্ষে তানভীর ইসলাম নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। মাত্র ২ রান করেন তিনি। তবে ডেভিড মালনকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম। ১১৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

ফিফটি তুলে নেন তামিম। দলীয় ১২৫ রানে ৪৮ বলে ৬১ বলে আউট হন বরিশালের অধিনায়ক। এরপর জাহানদাদকে সঙ্গে নিয়ে ২৪ বলে হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মালান। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি।

এফপি/এমআই
বিষয়:  বিপিএল   ঢাকা ক্যাপিটালস   ফরচুন বরিশাল  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝