পটুয়াখালীর দশমিনা উপজেলার আ.লীগের সহ-সভাপতি হাজী আবু বক্কর সিদ্দিকি ঢাকায় গ্রেফতার হয়েছেন।
সোমবার (২৬ শে এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকা নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করছে ডিবি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক উপজেলার রণ গোপালদি ইউনিয়নের যৌতা গ্রামের মৃত্যু আকুব আলী মুন্সির দ্বিতীয় পুত্র। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব রয়েছেন।
আওয়ামীলীগের শাসন সময় কালে তিনি নৌকা প্রতিক নিয়ে একবার ও স্বতন্ত্রপ্রার্থী হিসাবে ২ বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান। জুলাইয়ের গনঅভ্যুত্থানে পর শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এলাকায় দেখায় যায়নি। ঢাকায় রডের মিল সহ বিভিন্ন ব্যবসা থাকায় পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গতকাল সোমবার রাত ১১ ঘটিকায় নারিন্দার বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় পল্টন থানায় হস্তান্তর করা হয়।
ঢাকা মডেল পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নাসিরুল আমিন ফাহমি জানান, সোমবার রাতে ডিবি পুলিশ জুলাইয়ের গণঅভ্যুত্থানে সন্ত্রাসীবিরোধী কার্যক্রম পরিচালনা করার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ দুপুরে থানায় হস্তান্তর করেন।
এফপি/রাজ