ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি (বিএসপিওএ) দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে।
এই নির্দেশনা অনুযায়ী, আগামী ১ জুনের মধ্যে প্রতিটি বাসে সিসি ক্যামেরা ও স্পিড গভর্নর স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং তাদের বাসগুলোকে সিরিয়াল দেওয়া হবে না।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে দূরপাল্লার বাসে ডাকাতি, ছিনতাই এবং নারী যাত্রীদের হয়রানির ঘটনা বৃদ্ধি। এছাড়া, অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়েছে। এসব অপরাধ ও দুর্ঘটনা রোধে বাসে সিসি ক্যামেরা ও গতি নিয়ন্ত্রণ যন্ত্র (স্পিড গভর্নর) স্থাপন অত্যন্ত জরুরি বলে মনে করছে মালিক সমিতি।
বিএসপিওএ-এর মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, "দূরপাল্লার রুটে চলাচলকারী প্রতিটি কোম্পানি ও সমিতির বাসে আগামী ১ জুনের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। এই নির্দেশনা কেউ যথাযথভাবে পালন না করলে সংশ্লিষ্ট বাসের মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরা এবং বাসের গতি নিয়ন্ত্রণের জন্য যন্ত্র (স্পিড গভর্নর) ছাড়া বাস চলাচলের জন্য প্রয়োজনীয় সিরিয়াল না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।"
এর আগে, গত ৮ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মালিক সমিতিকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল। সরকারের পক্ষ থেকেও বিষয়টি বাস্তবায়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা ও অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এফপি/রাজ