বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ব্যবস্থাপনায় বিএনএসিডব্লিউসি এর অনলাইন নিবন্ধন ও রাসায়নিক দ্রব্যের বার্ষিক তথ্যাদি (Declaration Report) প্রেরণ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২৬-২৭ মে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস কমপ্লেক্সে উক্ত প্রশিক্ষণে বাংলাদেশের বিভিন্ন রাসায়নিক শিল্পকারখানা ও রাসায়নিক দ্রব্য আমদানিকারক, ব্যবহারকারী ও ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের সর্বমোট ৫৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই কর্মশালায় ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানী, ব্যবহার, ক্রয়-বিক্রয়কারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণকে অনলাইন নিবন্ধন এবং বাৎসরিক তথ্য আপলোড (অনলাইন) সম্পর্কিত সকল সমস্যা ও সমাধানের উপায় এর উপর বিস্তারিত ধারণা দেয়া হয়।
অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীগণ ভবিষ্যতে প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সঠিক তথ্য আপলোডের ব্যাপারে আজকের এই আয়োজন কার্যকরী ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
প্রশিক্ষণ শেষে বিএনএসিডব্লিউসি এর সদস্য সচিব, কমডোর মোহাম্মদ মহব্বত আলী (জি), এনজিপি, পিএসসি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এফপি/রাজ