বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের সবুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।
এ সময় কচিকাচা শিক্ষার্থীদেরকে স্কুল ফিডিং এর দুধ ও কলা বিতরণের মাধ্যমে প্রোগ্রামের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাবিবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, উম্মুল খায়ের সুমি, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
এফপি/এমআই