Dhaka, Friday | 7 November 2025
         
English Edition
   
Epaper | Friday | 7 November 2025 | English
এইচএসসির সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
সারাদেশে কোটি টাকার তোলাবাজিতে অতিষ্ঠ প্রাথমিক শিক্ষকরা
পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
আজকের বাজারে সোনার ভরি কত?
শিরোনাম:

শিবচরে ৪৬ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দূর্গাপূজা,থাকছে বাড়তি নিরাপত্তা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম  (ভিজিটর : ৪৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদারীপুর জেলার শিবচরে ৪৬ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গাপূজা। পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্ডপে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মন্ডপে বসানো হবে সিসি ক্যামেরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে দূর্গাপূজা উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, এবছর শিবচরের ৪৬ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। নির্বিঘ্নে পূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা মন্দিরে নিজস্ব পাহাড়ার ব্যবস্থার পাশাপাশি কমিটি গঠন, সিসি ক্যামেরায় নজরদারি নিশ্চিত করা, নারী দর্শণার্থীদের জন্য নারী সেচ্ছাসেবক নিয়োজিত করা, আতশবাজি না ফোটানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাইখা সুলতানা, ওসি রকিবুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ  এর উপজেলা শাখার সভাপতি আবু জাফর আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, হাজী শরিয়তউল্লাহ(র.) এর ৭ম পুরুষ পীরজাদা হানজালা, সকল পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান জানান,'দূর্গাপূজা উপলক্ষ্যে সকল প্রস্তুতি রয়েছে। এবছর শিবচরে ৪৬ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা। গত বছর ৪৫ টি মন্ডপ ছিল। এবার একটি বেড়েছে। সকলের সহযোগিতায় উৎসবমুখোর পরিবেশে পূজা উদযাপন হবে বলে আশা রাখি। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'


এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝