Dhaka, Friday | 30 May 2025
         
English Edition
   
Epaper | Friday | 30 May 2025 | English
চুয়াডাঙ্গায় কোরবানির জন্য প্রায় দু’লাখ পশু প্রস্তুত
ইউক্রেন যুদ্ধ থামাতে ন্যাটো সম্প্রসারণ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত পুতিনের
বিসিবি সভাপতির পদ ছাড়বেন না ফারুক আহমেদ
রায় ঘোষণার পরও মিলছে না কপি, পাবনায় ভোগান্তিতে শতাধিক বিচারপ্রার্থী
শিরোনাম:

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ২:৪৫ পিএম  (ভিজিটর : ১০)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের শেরপুরের নালিতাবাড়ীতে সফরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে হামলার ঘটনায় শেরপুরে কর্মরত এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- দাওধারা এলাকার মৃত আবদুল মালেকের পুত্র ইসমাইল হোসেন (৪৪), কাটাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের পুত্র হাসেম আলী (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, গত সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝