বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের পৃথক বৈঠকে তিনটি দলই তার নেতৃত্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতি সমর্থন জানিয়েছে।
শনিবার (২৪ মে) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই জুন, ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট। উনি বলছেন যে, এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ।
বৈঠকে বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানালেও, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধান উপদেষ্টার প্রস্তাবিত সময়সীমা সমর্থন করেছে।
প্রেস সচিব আরও জানান, এনসিপি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে এবং আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
প্রধান উপদেষ্টা বিচার প্রক্রিয়া এ মাসের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন এবং এ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রেস সচিব বলেন, প্রতিটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছে। তারা অনুরোধ করেছে— নির্বাচন শেষ না করে তিনি যেন পদত্যাগ না করেন।
সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ আছে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিষয়ে বিএনপি প্রস্তাব দিয়েছে। তবে সরকার কিছু বলেনি।
এফপি/রাজ