Dhaka, Sunday | 25 May 2025
         
English Edition
   
Epaper | Sunday | 25 May 2025 | English
অভিনেতা মুকুল দেব মারা গেছেন
মে মাসেই নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ
মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন
আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা
শিরোনাম:

চাল বিতরণে অর্থ আদায়ের ঘটনায় তদন্ত কমিটি, ৩ বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ২:৩২ এএম আপডেট: ২৫.০৫.২০২৫ ২:৩৭ এএম  (ভিজিটর : ১৯)

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী এবং হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহকে আহব্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল ও উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে নিশ্চিত করেছেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীন। 

এদিকে শুক্রবার রাতে দলীয় আদর্শ শৃঙ্খলা বিরোধী সু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক আক্তারুজ্জামান রিপনকে তার পদ ও সকল দলীয় পদ থেকে বহিষ্কার করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম।

অন্যদিকে শুক্রবার রাতেই দলীয় আদর্শ শৃঙ্খলা বিরোধী সু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক (১) মো: সুজন শেখকে তার পদ ও দলীয় সকল প্রকার পদ থেকে বহিষ্কার করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোরসেদ আলম তালুকদার।

এদিকে শনিবার (২৪ মে) সকালে সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক একে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও সদস্য সচিব মো: রবিউল ইসলাম এর যৌথ স্বাক্ষরে দলীয় আদর্শ শৃঙ্খলা বিরোধী সু নির্দিষ্ট অভিযোগে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুকে তার পদ ও দলীয় সকল প্রকার পদ পদবী থেকে বহিষ্কার করা হয়।

তবে ইউপি সদস্য মোবারক হোসেনকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তার ইউপি সদস্য'র পদ থেকে অব্যাহতির দাবী জানিয়ে স্থানীয় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

জানা যায়, গত বুধবার সকাল থেকেই ভিজিডি চাল উত্তোলনের জন্য পরিষদে যান ভুক্তভোগীরা। পরে ভুক্তভোগীদের থেকে ২০০/৩০০ টাকা আদায়ের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি নেতা আক্তারুজ্জামান রিপন ইউপি চেয়ারম্যানের কক্ষে বসে সাদা কাগজে সুবিধাভোগীদের নাম ও কার্ড নম্বর দেখে লিখছেন। তার পাশে বসা ইউপি সদস্য মোবারক হোসেন ও ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন সুবিধাবীদের কাছ থেকে ২০০ টাকাসহ কার্ড নিয়ে স্বাক্ষর করছেন।

তাদের এই অবৈধ কর্মকাণ্ডের সময় একজন সুবিধাভোগীকে বলতে শোনা যায় ‘আমি তোমাকে খিলেমু (খাওয়াবো)।’ উত্তরে একজন বলেন, ‘একবারে ৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’

পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবু জানান, গত বুধবার পোগলদিঘা ইউনিয়ন পরিষদে ভিজিডির কার্ডের চাল বিতরণে অর্থ আদায় করা হচ্ছে সংবাদ পেয়ে পরিষদের সচিবকে জিজ্ঞেস করি। পরে ভিতরে গিয়ে দেখি টাকা আদায় করা হচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ায় আমি ভিডিও করেছি এই সন্দেহে আমাকে বহিষ্কার করা হয়। দলের ভাল চেয়ে প্রতিবাদ করায় উপহার হিসেবে বহিষ্কার হয়েছি।

এদিকে বাবুকে বহিষ্কার করায় উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম এর ছেলে মাহির শাহরিয়া ফেসবুকে পোস্ট দিয়ে লিখেন, যার সচেতন পদক্ষেপ এর কারণে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের অনৈতিক কার্যকলাপ প্রকাশ পেলো, তাকে কেন বহিষ্কার করা হলো? মোস্তাফিজুর রহমান বাবু ই শহীদ জিয়ার আদর্শের প্রকৃত বিএনপি কর্মী। প্রকৃত কর্মীদের অবমূল্যায়নের কারণেই বিএনপি হয়তো ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে।

উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীন জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এটা শুনেছি। এখনো চিঠি হাতে আসেনি।

এদিকে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান, ব্যক্তির দায় ভার কখনো দল নিবে না। ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। ২ জনকে ভিডিওতে দেখা গেলেও অই ভিডিওতে একজনকে ‘৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’ এ কথা বলতে শোনা গেছে। যে কন্ঠটি পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুর। তাই তাকেও বহিষ্কার করেছে যুবদল।

সরিষাবাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে মুঠোফোনে জানান, আমাকে তদন্ত কমিটিতে সদস্য রাখা হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিসা রিসিল বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে আসলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

জামালপুর স্থানীয় সরকারের উপ পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মৌসুমী খানম এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান, ভিডিও দেখেছি। ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তবে জেলায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তাই উপজেলা থেকে প্রতিবেদন আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝