সামাজিক দায়বদ্ধতা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে ‘বিষ্ণুরামপুর মধ্যপাড়া একতা সংঘ’ তাদের প্রথম উদ্যোগ হিসেবে ‘রাস্তাঘাট পরিষ্কারকরণ ও জনসচেতনতা’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।
শুক্রবার থেকে উপজেলার তেজখালি ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামে শুরু হয় এই কর্মসূচি।
এই কর্মসূচির প্রথম দিনে সংঘের ছোট-বড় সব সদস্যই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পাড়ার বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায়। একইসাথে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা এবং পরিবেশ সচেতনতা নিয়ে প্রচারণা চালানো হয়।
এলাকাবাসী এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সংঘের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অনেকেই স্বেচ্ছায় কর্মসূচিতে অংশ নিয়ে এই প্রয়াসকে আরও অর্থবহ করে তোলে।
সংঘের কয়েকজন সদস্যের সাথে কথা বলে জানা যায়, তারা ভবিষ্যতেও এমন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। পরিচ্ছন্নতা ছাড়াও শিক্ষা সচেতনতা, বৃক্ষরোপণ, রক্তদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মতো নানা কর্মসূচির কথা ভাবছেন তারা।
বিষ্ণুরামপুর মধ্যপাড়া একতা সংঘের এই উদ্যোগ নিঃসন্দেহে এলাকার তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করবে এবং ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সকলের।
এফপি/রাজ