Dhaka, Sunday | 7 September 2025
         
English Edition
   
Epaper | Sunday | 7 September 2025 | English
নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম
আ.লীগ নেতার পক্ষে নির্বাচনী প্রচারণা, স্কুলশিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
এশিয়ার খেলাপি ঋণের শীর্ষে বাংলাদেশ, ব্যাংক খাত গভীর সংকটে
শিরোনাম:

রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মধু পূর্ণিমা

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৬ পিএম  (ভিজিটর : ২৫)

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন শুভ মধু পূর্ণিমা।

রবিবার সকালে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হন। সকাল থেকেই রাঙামাটির অন্যতম প্রধান বিহার রাঙামাটি রাজবন বিহারে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল গ্রহণ, বুদ্ধপূজা, ফুলপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, মধুদান, হাজার প্রদীপ দান, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে অর্থ দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানাবিধ দান করা হয়।

মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ একটি তিথি। এ তিথিতে বর্ষাবাসরত গৌতম বুদ্ধকে মধু দান করেছিলেন এক বানর। এ কারণে দিনটি মধু পূর্ণিমা নামে পরিচিত।

পূণ্যানুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয় রাজবন বিহার প্রাঙ্গণ। সকল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে প্রার্থনার জন্য জড়ো হয়ে অনুষ্ঠানে যোগ দেয় পুণ্যার্থীরা। শত শত বৌদ্ধ নর-নারী, বৃদ্ধ ও শিশুরা বিহারে গিয়ে মধু দানের পাশাপাশি বিভিন্ন পানীয় জাতীয় খাদ্যদ্রব্য দান করেন এবং সবার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করেন।

অনুষ্ঠানে পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। উৎসর্গ সূত্র পাঠ করেন জ্ঞানপ্রিয় মহাস্থবির। এ সময় দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহু বছর আগে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে গৌতম বুদ্ধকে দান করেন। এ ঘটনাকে স্মরণ করতে প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝