Dhaka, Saturday | 24 May 2025
         
English Edition
   
Epaper | Saturday | 24 May 2025 | English
অভিনেতা মুকুল দেব মারা গেছেন
মে মাসেই নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ
মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন
আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা
শিরোনাম:

কালীগঞ্জে কৃষকদের জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ

প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৩:৫০ পিএম  (ভিজিটর : ৩)

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় কৃষকদের নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এপ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণে স্থানীয় ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন। এছাড়াও প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সঞ্জয় কুমার পাল, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী প্রমুখ। পরে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত কৃষকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের কীটনাশক ব্যবহারে সতর্কতা, জমির স্বাস্থ্য রক্ষা, ফসলের গুণগতমান বজায় রাখা এবং আধুনিক বাজারজাতকরণ কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক জিএপি মান সম্পর্কে অবহিত হন এবং নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদনের পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

কৃষিবিদরা জানান, এই প্রশিক্ষণ শুধু কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে সক্ষম করবেই না, বরং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে, যা সামগ্রিকভাবে কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝