শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় সমাজসেবা অধিদপ্তরের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী সুমন কুমার পাল, রাহুল রায় মুন্সী, সালমা বেগম ও অফিস সহকারি নয়ন কর।
প্রশিক্ষণে শ্রীমঙ্গল পৌরসভাসহ উপজেলার ৯ ইউনিয়নের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কমিটির ঋন গ্রহীতা, দলনেতা, সভাপতিসহ মোট ২৫ নারী-পুরুষ ঋন গ্রহীতা অংশগ্রহণ করেন।
এফপি/রাজ