Dhaka, Sunday | 25 May 2025
         
English Edition
   
Epaper | Sunday | 25 May 2025 | English
অভিনেতা মুকুল দেব মারা গেছেন
মে মাসেই নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ
মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন
আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা
শিরোনাম:

শখের মিশ্র ফল চাষ ও নার্সারি এখন আয়ের উৎস

প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৩:৫৭ পিএম আপডেট: ২৪.০৫.২০২৫ ৩:৫৯ পিএম  (ভিজিটর : ২০)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া (ভূঁইয়া বাড়ি) গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আতিকুল্লাহ ভূঁইয়া তার অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও কৃষির প্রতি ভালোবাসা দিয়ে গড়েছেন এক ব্যতিক্রমী সাফল্যের গল্প। শখের বসে শুরু করা চাষাবাদ আজ তাকে এলাকায় এক সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত করেছে।

আতিকুল্লাহ ভূঁইয়ার কৃষি যাত্রা শুরু হয় ইউটিউবের ভিডিও দেখে। প্রযুক্তির সহায়তায় শেখা চাষ পদ্ধতি ও বিদেশি ফলের প্রতি আগ্রহ থেকেই শুরু হয় তার নতুন অধ্যায়। ২০২২ সালে চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করেন ১০টি বিদেশি জাতের আঙুর চারা। প্রথম প্রয়াসে সফল না হলেও হাল না ছেড়ে দ্বিতীয়বার ৫০টি চারা রোপণ করে পান কাক্সিক্ষত ফল। সেই থেকে থেমে থাকেননি তিনি।

বর্তমানে তার বাগানে আঙুর, রাম ভুটান, লিচু, কুল, মাল্টা, কমলা, আম, পেয়ারা, জামরুল, ভিয়েতনামি কাঁঠালসহ ৩৫ প্রজাতির দেশি-বিদেশি ফলের চাষ হচ্ছে। তার এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ জাগিয়েছে।

তিনি শুধু ফল চাষেই সীমাবদ্ধ নন, গড়ে তুলেছেন একটি সফল নার্সারিও। এলাকার শত শত কৃষক তার কাছ থেকে ফলের চারা সংগ্রহ করে নিজেদের জমিতে মিশ্র ফল চাষ শুরু করেছেন। তার বাগানে ব্যবহৃত পরিবেশবান্ধব পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফেরোমন ফাঁদ, কালার টেপ ইত্যাদি, যা ফলকে রাখছে বিষমুক্ত ও স্বাস্থ্যকর।

স্থানীয়রা জানায়, প্রকৃতি, পরিশ্রম ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে আতিকুল্লাহ ভূঁইয়ার এই উদ্যোগ এখন শুধু তার গ্রামের গর্ব নয়, বরং মিশ্র ফল চাষে তিনি পুরো উপজেলার একটি আদর্শ মডেল।

তার স্ত্রী নূর আক্তার বেগম বলেন, আমার স্বামীর কৃষির প্রতি ভালোবাসা দেখে আমি সবসময় তাকে সহযোগিতা করি। তার সফলতায় পরিবার হিসেবে আমরা গর্বিত।

আতিকুল্লাহ বলেন, ছেলেরা বিদেশে থাকলেও আমি মাটির টানে কাজ করি, এটা আমার শখ এবং এখন জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম জানান, আতিকুল্লাহ ভূঁইয়ার মতো উদ্যোক্তা আমাদের কৃষি খাতের জন্য সম্পদ। তার সফলতা অন্যদের অনুপ্রেরণা জোগায়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝