ঢাকার গাজীপুর সদর উপজেলার বড় বাড়ি গাছা রোড একটি ব্যস্ততম এলাকায় বিশাল ময়লার স্তুপ স্থানীয় জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত এই ময়লার স্তুপটি এখন এক বিশাল ‘ময়লার পাহাড়’-এ রূপ নিয়েছে। প্রতিদিন দুটি স্কেভেটার মেশিনের মাধ্যমে ময়লাগুলো ওই পাহাড়ের উপরে উঠিয়ে রাখা হচ্ছে কিন্তু কার্যকরভাবে অপসারণের কোন দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। ময়লা জমিয়ে প্রায় ২০ ফুট উচ্চতায় পৌঁছেছে।
ময়লার স্তুপের পাশ দিয়ে প্রধান সড়কটি চলে গেছে, যেটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ও গার্মেস্টস শ্রমিক চলাচল করে। রাস্তার দুই পাশ দিয়ে ছড়িয়ে পড়া দুর্গন্ধ এবং বাতাসে ভেসে বেড়ানো ক্ষতিকর জীবাণুর কারণে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, বাতাসে ভেসে আসা দুর্গন্ধের কারণে দিনরাত জানালা বন্ধ করে বসবাস করতে হয়। ব্যবসায়ীদের অভিযোগ, দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে তাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও আতঙ্কে রয়েছেন, কারণ স্কুলে যাতায়াতের সময় বাচ্চাদেরকে এই দুর্বিষহ পরিবেশ পাড়ি দিতে হয়।
পরিবেশবিদদের মতে, এভাবে অপরিকল্পিতভাবে ময়লা ফেলা হলে তা শুধু শহরের সৌন্দর্য নষ্ট করে না, বরং বায়ুদূষণ, জলাবদ্ধতা, এবং মাটির মানের অবনতি ঘটায়। সময়মতো ময়লা অপসারণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তারা সতর্ক করেছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছে। স্থানীয়রা দ্রুত সমাধানের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা ।
এফপি/রাজ