সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক মাদারগঞ্জ-বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল সড়ক।
প্রায় ৮ কিলোমিটার এ সড়কটি ৫ বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। সীমাহীন দুর্ভোগ নিয়ে চলাফেরা করতে হচ্ছে দুই উপজেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষের।
পুরো সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। অনেক স্থানেই পিচের ঢালাই উঠে গেছে। সড়কের পুরো অংশ জুড়ে এমন ছোট-বড় গর্তে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। সড়ক জুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। একটু বৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। পানির কারণে গর্ত দেখতে না পারায় প্রায়ই বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনায় পড়ছে। জরুরি রোগী হাসপাতালে নিতে বিপাকে পড়েন মানুষজন। বিশেষ করে গর্ভবতী ও মুমুর্ষ রোগীরা খুব ঝুঁকিতে। তাছাড়া সড়কটির ওই ভাঙা অংশগুলোতে গাড়ি চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এ সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক,মাহিন্দ্র অটোরিকশা, মোটরসাইকেলসহ বালুবাহী ড্রাম ট্রাক যাতায়াত করে থাকে। স্থানীয়দের অভিযোগ বড় ড্রাম ট্রাক ও অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরের চলাচলের কারণেই সড়কটি দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরজমিন গিয়ে যায়,৮ কিলোমিটার সড়ক জুড়েই খানাখন্দ ও গর্ত। কোন অংশে আবার সড়ক ধ্বসে গেছে। কোন অংশে আবার পিচ ঢালাই উঠে গেছে। ঝুঁকি নিয়েই বিভিন্ন যানবাহন চালাচ্ছেন চালকরা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে চলাচলকারীরা চরম ক্ষোভ প্রকাশ করেন।
অটো চালক মোঃ মনির পতিত সরকারের সমালোচনা করে বলেন,বহু বছর ধরে আমাদের এই সড়কটি সমস্যা। অথচ সরকার কোন ব্যবস্থা নেয়নি। গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার না করে অপ্রয়োজনীয় উন্নয়ন করেছেন।
ওই সড়কের চাঁদপুর এলাকার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর খালেদ মাসুদ তালুকদার সোহেল বলেন,আমাদের এই সড়কটির অবস্থা খুবই খারাপ। সড়কটির কোনো উন্নয়ন বা সংস্কার নেই। সামান্য বৃষ্টিতেই রাস্তার ছোট-বড় গর্তে পানি জমে থাকে। বৃষ্টি না থাকলে পুরো সড়ক ধুলার রাজ্যে পরিনত হয়।
জামথল টেকনিক্যাল কলেজের প্রভাষক রুহুল আমিন বলেন, চাকরির জন্য প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তাটির পুরো অংশজুড়েই খানাখন্দ ও ছোট-বড় গর্তে ভরা। মোটরসাইকেল চালাতে হয় খুবই সাবধানে।
জামথল এলাকার বাসিন্দা ও কাজলা ইউনিয়ন পরিষদের অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম বলেন, আমরা সারিয়াকান্দির নদীর এ পারে বাস করি। এ পারে ৩টি ইউনিয়ন। শুধুমাত্র অফিসিয়াল কাজে আমাদের সারিয়াকান্দি ও বগুড়া যেতে হয়। এ ছাড়া সকল প্রয়োজনে আমরা মাদারগঞ্জ ও জামালপুর যাই। ফলে জামথল-মাদারগঞ্জ আমাদের নিয়মিত ব্যবহার করতে হয়। সড়কটির অবস্থা খুবই নাজেহাল। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
সড়ক ও জনপথ বিভাগ জামালপুর এর নির্বাহী প্রকৌশলী নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, মাদারগঞ্জ-জামথল সড়কটি প্রশস্ত ও সংস্কারের জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্পের আওতায় আমরা সড়কটি ২৪ ফুট প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি। সড়ক ২৪ ফুট প্রশস্ত হবে নাকি ১৮ ফুট সেটি নিয়ে মন্ত্রণালয়ে পর্যালোচনা চলছে। আশা করি দ্রুই বাস্তবায়ন করতে পারবো।
এফপি/রাজ