নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগরে একটি মাজারে ঢিল ছোঁড়ার অভিযোগে এনে একই গ্রামের জহিরুল ইসলামের মানসিক প্রতিবন্ধী ছেলে সাইফুল ইসলাম শিপন (২৩) কে পিলারের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
শিপন বর্তমানে চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শিপনের ভাই রিপন হোসেন বুধবার দুপুরে চাটখিল থানায় ছয় জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শিপনের স্বজনরা জানান, সাইফুল ইসলাম শিপন মানসিক রোগী হিসাবে এলাকার সবাই জানে। তারপরেও মঙ্গলবার মধ্যরাতে ছোট জীবননগর দরবার শরীফের (মাজার) ভক্ত কতিপয় উশৃংখল যুবক তাকে ধরে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে নির্যাতন চালায়। পরে শেষ রাতের দিকে তার অভিভাবকরা কাকুতি মিনতি করে তাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নেয়।
এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে ক্ষোভের সৃষ্টি হয় জনসাধারণের মাঝে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
এফপি/রাজ