রাজশাহীর তানোর উপজেলা সাব-রেজিস্টার অফিসের বারান্দা থেকে জমি বিক্রেতা মাবিয়া বেগম (৬৫) নামে এক বয়োবৃদ্ধা মহিলার চুরি হওয়া টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) সাঁড়াশি অভিযান চালিয়ে তানোর থানা পুলিশ ধৃত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাঁর দেওয়া ঠিকানায় গিয়ে চুরি হওয়া টাকাও উদ্ধার করে পুলিশ।
টানা ৩ দিনের উদ্ধার অভিযান শেষে বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
জানা যায়, চলতি মাসের গত ২৮ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে তানোর উপজেলা সাব-রেজিস্টার অফিসের বারান্দা থেকে ক্যান্সারের চিকিৎসার জন্য জমি বিক্রেতা মাবিয়া নামে এক বৃদ্ধার ব্যাগ ভর্তি ১১ লক্ষ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। ঘটনার পরপরই তিনি থানা পুলিশের সহায়তা নেন। পরে পুলিশ তানোর সাব-রেজিস্টার অফিসের সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেন।
ওই সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, জমি বিক্রেতা ওই বয়োবৃদ্ধা তাঁর পাশে টাকার ব্যাগ নিয়ে অন্যমনস্ক হয়ে সাব-রেজিস্টার অফিসের একটি বেঞ্চে বসে আছেন। এ সুযোগে অজ্ঞাত এক ব্যক্তি বৃদ্ধার জমি বিক্রির টাকার সাদা রংয়ের ব্যাগটি নিয়ে কৌশলে অন্যরুমে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর অফিস ত্যাগ করে মেইন গেট দিয়ে দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী তানোর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকে। পরবর্তীতে সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আরজেদ আলী (৪৪) নামে এক ব্যক্তিকে শনাক্ত করেন তাঁরা। ওই ব্যক্তি তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের উচাডাংগা গ্রামে বসবাস করেন।
অভিযান চালিয়ে ৩০ জুলাই বুধবার রাত আড়াইটার দিকে থানা পুলিশের একটি দল বিশেষ চোর আরজেদকে চুরি হওয়া এক লাখ টাকাসহ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পরে বুধবার দুপুরে গ্রেপ্তার আরজেদের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে তাঁর বাড়ির বাথরুমের স্লাবের নিচে থেকে ব্যাগ ভর্তি আরও দশ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
ওসি আফজাল হোসেন এই প্রতিবেদককে বলেন, উপজেলা সাব-রেজিস্টার অফিসের চাঞ্চল্যকর চুরির এ ঘটনার পর থেকে পুলিশ চোর ধরতে মাঠে নামে। সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে অজ্ঞাত ওই চোরকে শনাক্ত করা হয়। টানা তিনদিনের সাঁড়াশি সফল অভিযান শেষে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি চোরকেও গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলায় চোর আরজেদকে গ্রেপ্তার দেখানো হয়। আইনী প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলেও ওসি জানান।
এফপি/রাজ