সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গ্রামের বাসিন্দা ও মরহুম আলহাজ্ব মাও মো: আব্দুল জলিল (রহ:) এর তৃতীয় পুত্র ১৮ বছরের তরুণ উদ্যোক্তা জাহেদ আল হাসান পেলেন ‘ডিজিটাল চেইঞ্জমেকার’ ও ‘টিন ফ্রিল্যান্সার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে আন্তর্জাতিক স্বীকৃতি।
প্রথমা বাংলাদেশ কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ এই আসরটি বসেছিল গতকাল সন্ধ্যা ৬টায় কক্সবাজারের আভিজাত হোটেল সীগাল এ।
এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবু তারিক, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বিশেষ অতিথি ফেরদৌস আরা, কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী, ডঃ রফিকুল মোহাম্মদ, সাবেক সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন চালডাল ডটকম এর ফাউন্ডার জিয়া আশরাফ, লাইফস্প্রিং কনসালটেন্সি লিমিটেড এর চেয়ারম্যান ইয়াহিয়া আমিন, প্রথমা বাংলাদেশ সিইও জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ সব জায়ান্ড কোম্পানির এমডি ডিরেক্টর ফাউন্ডার গন।
International Digital Business Award 2025। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও ফ্রিল্যান্সিং সচেতনতা বৃদ্ধিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয় 'Digital Changemaker' এবং 'Teen Freelancer of the Year' — এই দুই বিভাগে।
নিজস্ব ডিজিটাল মার্কেটিং ও আইটি প্রতিষ্ঠান Immense Hut Ltd, যার মাধ্যমে তিনি দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের প্রশিক্ষণ, গাইডলাইন এবং প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন।
তিনি বলেন, এটা শুধু আমার স্বপ্ন ছিল না, এটা ছিল আমার প্রতিজ্ঞা, তরুণ সমাজকে আত্মনির্ভরশীল ও নিরাপদ অনলাইন পথ দেখানোর।
জাহেদ তার দল নিয়ে এখন পর্যন্ত ৩৭টিরও বেশি স্কুল ও কলেজে গিয়ে Youth Empowerment ও Cyber Awareness বিষয়ক সেমিনার আয়োজন করেছেন। বিশেষ করে গ্রামের ছেলে-মেয়েদের মধ্যে প্রযুক্তির আলো ছড়িয়ে দেওয়ার জন্য তার কাজ ইতিমধ্যেই আলোচিত।
২০২৪ সালে তিনি Sylhet Divisional Best Freelancer Award অর্জন করেন এবং National Tech Award 2024-এ 'Digital Changemaker' ক্যাটাগরিতে জাতীয়ভাবে সম্মানিত হন। এসব স্বীকৃতি তাকে আরও দূরে পৌঁছাতে অনুপ্রেরণা জুগিয়েছে।
বর্তমানে তিনি Osmaninagar Youth Red Crecent Society, iSafe BD, এবং বিভিন্ন সোশ্যাল প্রজেক্টের সঙ্গে যুক্ত থেকে তরুণদের নিরাপত্তা, স্কিল ডেভেলপমেন্ট, এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছেন।
জাহেদ আল-হাসান বলেন, আমার পথচলা এখনও অনেক দূরের। কিন্তু আজকের এই আন্তর্জাতিক স্বীকৃতি তরুণদের জন্য আমার কাজের প্রতি আরেকটি জোরালো বার্তা।
এফপি/রাজ