শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের কলার আড়ৎ থেকে একটি গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বুধবার রাত প্রায় ৮টার দিকে কলার আড়ৎ-এ সাপ দেখে সবাই আতংকিত হয়ে পড়ে। পরে স্থানীয়রা বন্যপ্রাণী ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন এবং শ্রীমঙ্গলের বন্যপ্রাণী কার্যালয়ে সাপটি হস্তান্তর করেন। সজল দেব ধারনা করছেন, সাপটি কলা বাগান থেকে কলার ছড়িতে করে চলে আসছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয় সূত্র জানায়, সাপটি সুস্থ ও অক্ষত থাকায় বুধবার রাতেই সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে।
সূত্র জানায়, দেশের সব সাপের মধ্যে সবুজ রঙের এই সাপটি দেখতে অপূর্ব সুন্দর। সাপটি সাধারণত ব্যাঙ, পাখি, ইঁদুর ইত্যাদি খেয়ে জীবনধারণ করে থাকে। তবে এটি বিষধর।
এফপি/রাজ