Dhaka, Thursday | 8 May 2025
         
English Edition
   
Epaper | Thursday | 8 May 2025 | English
ক্ষণজন্মা রফিকুল বারী চৌধুরী—বাংলাদেশের চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ
একাত্তরের পর প্রথমবারের মতো ভারতে নিরাপত্তা মহড়া
খালেদা জিয়াকে বিএনপির সুশৃঙ্খল অভ্যর্থনার পরিকল্পনা
শিরোনাম:

নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধে ৩ জনকে কুপিয়ে জখম

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:১৮ পিএম  (ভিজিটর : ২৭)

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার রসাইতলা এলাকায় গত ১ মে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও আহত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রসাইতলা এলাকার শামীম মিয়ার পরিবারের সাথে জমি নিয়ে প্রতিবেশি মামুন মিয়ার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ৩০ এপ্রিল রাতে শামীম মিয়ার পিতা আব্দুল মান্নানের মাথা ফাটিয়ে দেয় এবং স্ত্রী সাইমা বেগমকে মারধর করে মামুন মিয়া মিয়াসহ বিবাদীরা।

পরদিন ১ মে সকালে আবারো শামীম মিয়ার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে মামুন মিয়া সহ তার পরিবারের সদস্যরা। এসময় শামীম মিয়া গালিগালাজ করতে নিষেধ করলে বাকবিতন্ডার একপর্যায়ে মামুন মিয়া তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে শামীম মিয়াকে কুপিয়ে জখম করে।

এসময় শামীমের ডাক চিৎকারে তাঁর পরিবারের লোকজন ছুটে আসেন। এসময় ফিরাতে গেলে তার ভাই আ: হালিমকেও কুপিয়ে জখম করা হয়। এসময় এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 
এদিকে শামীম মিয়া ও তার ভাই আ: হালিমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে শামীম মিয়ার অবস্থা আরো গুরুতর হওয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শামীম মিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় ২ মে আহত শামীম মিয়ার ভগ্নিপতি রফিকুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামুন মিয়াসহ পাঁচজনকে আসামী করে আরো ৪/৫ অজ্ঞাতনামা রেখে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১নং আসামি মামুন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় অভিযুক্ত মামুন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝