সাভারে বাবাকে খুন করে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে আত্মসমর্পণ করেছেন মেয়ে।
আজ বৃহস্পতিবার (৮ মে) ভোরে পৌর এলাকার মজিদপুর কাঠালবাগানে ঘটনাটি ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা।
সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, সকালে এক নারী ৯৯৯-এ ফোন করে বলেন, ‘আমি আমার বাবাকে হত্যা করেছি। আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করার জন্য বসে আছি। আপনারা লাশ নিতে চলে আসুন।’
এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মেয়েকে (২৩) আটক করে এবং মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে আব্দুস সাত্তার মজিদপুর কাঠালবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আটক মেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে, তার বাবা তাকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতন করত। এর জেরেই গতকাল বুধবার (৭ মে) রাতের খাবারের সময় ভাতের মধ্যে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পরে ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
আটক মেয়েটির দাবি—গত ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন তিনি। পরে দীর্ঘ দিন জেলখেটে জামিনে মুক্ত হন আব্দুস সাত্তার।
পুলিশ বলছে, আটক তরুণীর বক্তব্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এফপি/এমআই