চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট–বান্দরবান সড়কের বায়তুলইজ্জত এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা পৌনে ৩ ঘটিকার সময় কেরানিহাট-বান্দরবন সড়কের বায়তুলইজ্জত বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। কেরানিহাট থেকে বান্দরবনমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল বিপরীত দিক হতে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ফলে মোটরসাইকেল আরোহী ২ জন ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার সময় কেরানিহাটগামী সাংবাদিকদের মোটর সাইকেল আরোহী দৈনিক খবরের কাগজের সাতকানিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম জয় ও বাংলা টিভির সাইফুলও আহত হয়। তারা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নামতির দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসেরসাথে ধাক্কা লেগে সামনে পড়ে যায়। প্রচণ্ড সংঘর্ষে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে কেরানীহাট হাসপাতালে নিয়ে যায়। নিহত দুইজনের বাড়ি বান্দরবান এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতির প্রতিযোগিতা চলে, যা বারবার দুর্ঘটনার কারণ হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও প্রাণহানি ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এফপি/অ