Dhaka, Tuesday | 6 May 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 6 May 2025 | English
একাত্তরের পর প্রথমবারের মতো ভারতে নিরাপত্তা মহড়া
খালেদা জিয়াকে বিএনপির সুশৃঙ্খল অভ্যর্থনার পরিকল্পনা
মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের মর্যাদা
লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান
শিরোনাম:

রংপুরে শিশুদের ঝগড়া ঘিরে উত্তেজনা, বসতবাড়ি ভাঙচুর ও দুজনকে কুপিয়ে জখম

প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:১৮ পিএম  (ভিজিটর : ২২)

রংপুর নগরীর হারাগাছ থানাধীন খলিশাকুটি চিলমন গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেছে বড় ধরনের সহিংসতা।

শিশুদের মধ্যে সামান্য ঝগড়ার জেরে চারটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং কুপিয়ে জখম করা হয়েছে দুইজনকে।

৫ মে বিকেলে এ ঘটনা ঘটে। পুরুষ শুন্য এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাকুটি চিলমন গ্রামের দুই শিশুর মধ্যে এক শিশু অপরের জমিতে প্রস্রাব করা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সুলতান ও সোহরাবের নেতৃত্বে একটি গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তারা চারটি বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং বাঁধা দিতে আসা শিক্ষার্থী রাকিব (১৭) ও স্থানীয় ফল ব্যবসায়ী আকিফুল ইসলাম (৩২)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩ তলার ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রাকিব স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে এলাকাবাসী কয়েকজন বলেন, ছোটদের ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বড় মানুষরা মিমাংসা না করে বসতবাড়িতে হামলা চালায় এতে দুজন গুরুতর আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর সুস্থ বিচার হওয়া উচিত।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে হারাগাছ মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝