Dhaka, Tuesday | 6 May 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 6 May 2025 | English
একাত্তরের পর প্রথমবারের মতো ভারতে নিরাপত্তা মহড়া
খালেদা জিয়াকে বিএনপির সুশৃঙ্খল অভ্যর্থনার পরিকল্পনা
মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের মর্যাদা
লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান
শিরোনাম:

বিপিএইচ পোকার আক্রমণে দিশেহারা কৃষক, পরামর্শে ব্যস্ত কৃষি কর্মকর্তারা

প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৬:১৭ পিএম  (ভিজিটর : ৫)

শেরপুরের নকলা উপজেলার প্রতিটি এলাকায় বোরো ধান পাকতে শুরু করেছে। মাঠে মাঠে দোল খাচ্ছে ধানের সোনালী শীষ। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকের গোলা ভরে যাবে সোনালী ফসলে। সোনালী ধানের শীষে রঙিন স্বপ্ন দেখছেন কৃষক। কিন্তু কৃষকের এই হাসি মলিন হতে বসেছে ব্রাউন প্লান্ট হুপার (বিপিএইচ) নামক পোকা যা কৃষকের ভাষায় কারেন্ট পোকার আক্রমণে।

সোমবার (৫ মে) ও মঙ্গলবার (৬ মে) উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের সাথে কথা বলে জানা গেছে, প্রায় সব বোরো ধানের খেতে বিপিএইচ পোকা তথা কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এর প্রাদুর্ভাব খেতে থেকে খেতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে দিশেহারা হয়ে পড়ছেন কৃষক। কৃষকের ক্ষতি কমাতে মাঠে ময়দানে কাজ করছেন মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কারেন্ট পোকার আক্রমণ এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে। বিষয়টি নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষক-কৃষাণীদের নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। পোকার আক্রমণ থেকে ধানের খেতকে রক্ষা করতে প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা।

ভূরদী খন্দকার পাড়া এলাকার বর্গাচাষী আজাহার আলী বলেন, চলতি মৌসুমে ২ একর জমিতে ধান চাষ করেছি। এর মধ্যে প্রায় অর্ধেক জমিতে কারেন্ট পোকা ধরেছে। কীটনাশক দিয়েছি, কিন্তু তেনটা কাজ হচ্ছেনা। এই পোকা ধান গাছের গুড়ায় আক্রমন করে। তাতে ধানের শীষ ও গাছ সম্পূর্ণ সোনালী বর্ণ ধারণ করে। কোন একসময় ধান গাছ শুকিয়ে যায়। ফলে ফলন অর্ধেকে নেমে আসে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে ঘুরে কৃষকদের এ রোগ থেকে মুক্তির জন্য পরামর্শ সেবাসহ বিভিন্ন চিকিৎসা দিচ্ছেন।

ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. ছাইদুল হক বলেন, দূর থেকে আক্রান্ত ধানক্ষেত দেখলে মনে হচ্ছে পেকে গেছে। কিন্তু বাস্তবে তা নয়। আক্রান্ত গাছের ধানের ভেতরে দানা নেই। এ নিয়ে আমরা এখন বিপাকে আছি। এতো খরচ করে ফসল ফলাইলাম, ফলনও ভালো হয়েছিলো। কারেন্ট পোকা শেষ মুহুর্তে আক্রমন করায় কৃষকের মাথায় পড়েছে।

কবুতরমারী এলাকার কৃষক মোস্তফা হোসেন বলেন, আমার খেতে বিপিএইচ (কারেন্ট) পোকার আক্রমন হয়েছে। কারেন্ট পোকা মনে হয় এক ধরনের ছোঁয়াচে পোকা। এক জমিতে আক্রমন করলে অন্য জমিতে খুবদ্রুত ছড়িয়ে পড়ে। তাই এলাকার সব কৃষক এখন ফসল ঘরে তোলা নিয়ে মহাচিন্তায় পড়ে গেছি।

বাউশা কবুতরমারী ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, প্রতি ১০ লিটার পানিতে ৫ গ্রাম সাবা নামক ঔষধ মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করে দিলে উপকার পাওয়া যায়। খেত বিলিদিয়ে আক্রান্ত ধান গাছের গুড়ায় স্প্র্রে করতে হয়। এছাড়া যেসকল খেতের ধান গাছের গুড়ায় আলো বাতাস প্রবেশ করতে পারেনা, সেসকল খেতে বিলিদিয়ে ধান গাছের গুড়ায় স্প্রে করতে হবে। সকালের দিকে স্প্রে করলে সুফল বেশি পাওয়া যায়।

ভূরদী ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর জানান, যেখানে সূর্যের আলো বাতাস প্রবেশ করতে নাপারে সেখানে ব্রাউন প্লান্ট হুপার (বিপিএইচ) বা কারেন্ট পোকার আক্রমণ বেশি হয়। এই পোকা সূর্যের আলো তথা তাপ সহ্য করতে পারেনা। তাই ধান রোপনের সময় কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক গাছের সাড়ি ও গুছার মধ্যে প্রয়োজনীয় ফাঁকা রাখার পরামর্শ দিচ্ছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, উপজেলায় ব্রাউন প্লান্ট হুপার (বিপিএইচ) বা কারেন্ট পোকার আক্রমন ছিলনা। হঠাৎ করেই বিভিন্ন এলাকায় এই পোকার আক্রমন দেখা দিয়েছে। ক্ষতির হাত থেকে কৃষকদের রক্ষা করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা ছুটির দিনসহ সপ্তাহের সব দিবসে নিরলস কাজ করছেন। ফলশ্রুতিতে পোকার আক্রমন ছড়ানো থেকে কিছুটা হলেও কৃষকরা রেহাই পাচ্ছেন। এছাড়া ৮০ ভাগ ধান পাকলে ধান কেটে ফেলার পরামর্শও দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১২ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোর ধানের আবাদ করা হয়েছে। অর্জিত মোট আবাদের মধ্যে হাইব্রিড জাতের ধান চাষ করা হয়েছে ৯ হাজার ৮১০ হেক্টর জমিতে এবং উচ্চ ফলনশীল উফশী জাতের ধান চাষ করা হয়েছে ২ হাজার ৬১৫ হেক্টরে। এসব জমিতে উৎপাদিত ধান থেকে ৫০৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝