Dhaka, Wednesday | 7 May 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 7 May 2025 | English
একাত্তরের পর প্রথমবারের মতো ভারতে নিরাপত্তা মহড়া
খালেদা জিয়াকে বিএনপির সুশৃঙ্খল অভ্যর্থনার পরিকল্পনা
মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের মর্যাদা
লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান
শিরোনাম:

বজ্রপাতে মাঝ বরাবর দ্বিখণ্ডিত মেহগনি গাছ!

প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৬:০৯ পিএম  (ভিজিটর : ৫৮)

পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজে ঘটে গেছে এক চমকপ্রদ ও শঙ্কারজনক ঘটনা। মঙ্গলবার (৬ মে ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান ভবনের সামনে একটি পুরনো মেহগনি গাছে বজ্রপাত হলে গাছটি লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এতে করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলায় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে প্রবল শব্দে বজ্রপাত ঘটে কলেজ ক্যাম্পাসে। মুহূর্তেই আগুনের শিখার মতো ঝলসে ওঠে গাছটি এবং বিদ্যুৎচমকের মতো আওয়াজে আশেপাশের শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটে যায়। বজ্রপাতে গাছটি উপর থেকে নিচ পর্যন্ত ফেটে গিয়ে দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। ভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও ঘটনার আকস্মিকতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কলেজের এক শিক্ষক বলেন, এ ধরনের ঘটনা আগে ঘটেনি। গাছটি অনেক পুরনো ছিল, বজ্রনিরোধক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কলেজ প্রশাসন জানিয়েছে, ঘটনার পরপরই পুরো এলাকা নিরাপদ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য ক্যাম্পাসে বজ্রনিরোধক ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাবনা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের হার বেড়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করাই নিরাপদ।

এই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও শিক্ষার্থীদের মানসিকভাবে প্রভাবিত করেছে। অনেকেই বলছেন, কলেজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সচেতনতা কার্যক্রম চালু করা জরুরি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝