এবি পার্টির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) ডা: ওহাব মিনার বলেছেন ‘এদেশের সাধারন মানুষ ভোট দিতে পারে নাই,কথা বলতে পারে নাই,কথা বললেই আয়না ঘরে যেতে হতো-এই জায়গা থেকে পরিত্রান পাওয়ার জন্যই ২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে।’
রবিবার (৪ মে) বেলা ১টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভায় এবি যুব পার্টি, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর (অব:) ডা: মিনার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবি যুব পার্টি, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব মোঃ মাহমুদ ফয়সাল, এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন, মানিক মিয়া, দুমকি উপজেলা শাখার সদস্য সচিব মুশফিকুর রহমান মনির প্রমুখ।
তিনি ২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন ‘স্বৈারাচার হাসিনা বিরোধী এবারে গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষ শাহাদত বরণ করেছে, ২০ থেকে ৩০ হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে- এরা বাংলাদেশের নাগরিক।
অনুষ্ঠানে আব্দুল ওহাব মিনার তার লেখা ‘জুলাই বিপ্লবের মনস্তত্ব’ বইটি উপস্থিতিদের হাতে তুলে দেন। বইটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনের প্রেক্ষাপটে লেখা।
এফপি/রাজ