Dhaka, Sunday | 4 May 2025
         
English Edition
   
Epaper | Sunday | 4 May 2025 | English
শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন আজ
পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায়
শিরোনাম:

‘নাগলিঙ্গম’ বিরল প্রজাতির ঔষধিগুণসম্পন্ন উদ্ভিদ

প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ২:২৮ পিএম  (ভিজিটর : ৪)

‘নাগলিঙ্গম’ বিরল প্রজাতির ঔষধিগুণসম্পন্ন এক প্রকার উদ্ভিদ। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ক্যাম্পাসে এ বিরল বৃক্ষটি দেখা যায়।

বিটিআরআই-এর উদ্ভিদবিজ্ঞান বিভাগ সূত্র জানায়, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপ্টিক ঔষধি গুণ রয়েছে এ উদ্ভিদে। দক্ষিণ আমেরিকায় এ উদ্ভিদটির উৎপত্তিস্থল।

এ বৃক্ষটি সাধারণত ৮২ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। ফুল কমলা ও রক্তবর্ণ রঙের হয়। এখন বিটিআরআইয়ের নাগলিঙ্গম গাছটিতে ফুল ও ফল দুটিই শোভা পাচ্ছে। ফলগুলো চকলেট রঙের। যার ব্যাস প্রায় ১৫ থেকে ২৪ সেন্টিমিটার হয়ে থাকে। একটি ফলে ২০০ থেকে ৩০০ বীজ থাকে।

ফ্রান্সের একজন উদ্ভিদ বিজ্ঞানী জে. এম. আবলেট ১৭৫৫ খ্রিস্টাব্দে এর নামকরণ করেন । গাছটির বৈজ্ঞানিক নাম Couroupita guianensis. বিটিআরআই সূত্র জানায়, দক্ষিণ আমেরিকাতে এ গাছের পাতা ও ছালের নির্যাস চর্মরোগ ও ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহার করা হয়। এর কচি পাতা দাঁতের ক্ষয়রোধ করে। এ ফলের নির্যাস শরীরে ব্যবহার করলে পোকামাকড় ও মশার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।

১৯৯৩ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ চা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল হেলাল বিটিআরআই ক্যাম্পাসে এ নাগলিঙ্গম গাছের চারাটি রোপণ করেছিলেন। 

চা গবেষনা ইনস্টিটিউটের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা রিয়াদ আরেফিন জানান, বহু শাখা প্রশাখা বিশিষ্ট এই গাছের ফুলের সুগন্ধ রাতের বেলায় তীব্র থাকে যা সকাল পর্যন্ত বিস্তৃত থাকে। ফুল দৈর্ঘ্যে ৬ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই গাছে ফল বেলের মতো গোল আকৃতির এবং বাদামি-খয়েরি বর্ণের। এগুলো হাতির খুবই প্রিয় খাবার। এজন্য এর অন্য নাম হাতির জোলাপ গাছ। 

উইকিপিডিয়ার উদ্ধৃতি দিয়ে রিয়াদ আরেফিন আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বলধা গার্ডেন, রমনা পার্ক, তেজগাঁও রেলওয়ে স্টেশন, সরকারি বিজ্ঞান কলেজ, নটরডেম কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,  শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বরিশালের বিএম কলেজ, ময়মনসিংহের মহিলা শিক্ষক প্রশিক্ষণ কলেজ, গফরগাঁও সরকারি কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ, শাহ্ মখদুম কলেজ, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনসহ সারাদেশে অনধিক মাত্র ৫১টি গাছ রয়েছে। সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী গ্রামে আরেকটি নাগলিঙ্গম গাছের সন্ধান পাওয়া গেছে। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝