বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, যে কোনো ফসলের ক্ষেত্রে ভাল বীজের গুরুত্ব অপরসীম। বীজ দিয়েই খামারিরা পরবর্তী বছরের জন্য উৎপাদনের প্রক্রিয়া শুরু করেন।
রোববার সকালে খামার ব্যবস্থাপনা শাখায় বোরো বীজ ধান কর্তন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাকৃবিতে কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে খামার ব্যবস্থাপনার আওতায় বোরো বীজ ধানের মাড়াই চলছে এবং এই বীজ ধান বিএডিসি ও বাকৃবি খামার ব্যবস্থাপনা এই দুটো চ্যানেলের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে। আমাদের দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় বাকৃবিতে উচ্চ ফলনশীল, অধিকতর রোগ প্রতিরোধী ও স্বল্প সময়ে ফসল সংগ্রহ করা যায় এমন বীজের অধিক মাত্রায় ব্যবহার নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করেন।
বাকৃবির প্রধান খামার তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো: জিয়াউর রহমানের সার্বিক সহযোগীতায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবিরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এফপি/রাজ