ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
ঈশ্বরগঞ্জ লাইব্রেরী রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ক্লাবের প্রয়াত সাংবাদিকদের নাম উল্লেখ করে তাদের কর্মময় জীবনের স্মৃতি চারণ করা হয়।
এসময় অতীতের নানা বিষয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম তালুকদার। আলোচনা অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। যা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় বক্তারা সাংবাদিকদের প্রতি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সেইসাথে ঐক্যবদ্ধভাবে থাকার পরামর্শও দেন। আলোচনা শেষে প্রেসক্লাবের মৃত্যুবরণকারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেককাটা হয় এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এফপি/এমআই