Dhaka, Saturday | 26 April 2025
         
English Edition
   
Epaper | Saturday | 26 April 2025 | English
বাস্তবসম্মত সংস্কারে সহযোগিতা করবে জামায়াত: তাহের
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
শিরোনাম:

ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম ও ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল

প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:৩৩ পিএম  (ভিজিটর : ৫৯)

আগামি ৩ মে ৫ দফা দাবিতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের আহ্বানে ও ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমা ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

বাইতুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ আহম্মেদ আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলাম নেতা জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতী মাহমুদুল হক আযীযী, বাংলাদেশ ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা ওবায়েদুল হক, হাফেজ সাইদুর রহমান, মডেল মসজিদের খতিব মুফতি আহসানউল্লাহ কাসেমীসহ ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুণর্বহাল,নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল, ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল, ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ এই পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানান। আর যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরও কঠিন কর্মসূচী দিবেন বলে হুশিয়ারি দেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝