Dhaka, Thursday | 24 April 2025
         
English Edition
   
Epaper | Thursday | 24 April 2025 | English
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ
বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় অস্ট্রেলিয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও ৯ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠলো ৩৯.৫ ডিগ্রীতে
শিরোনাম:

চুয়াডাঙ্গায় অবৈধভাবে ভারত যাওয়ার সময় দু’ভারতীয় নাগরিকসহ ২৩ জন আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৬:৫৭ পিএম  (ভিজিটর : ২)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দু’ভারতীয় নাগরিকসহ ২৩ জনকে আটক করেছে

আটককৃত বাংলাদেশীদের মধ্যে ৮ জন শিশু এবং ৮ জন নারী রয়েছে। বুধবার দিনগত রাত সাড়ে ১১টার সময় জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত বাংলাদেশীরা হলো- চট্রগ্রামের হালিশহর উপজেলার আকমল আলী সড়কের ঘজাধর দাসের ছেলে নিকেল দাস (৩৬), গোপাল দাসের ছেলে তাজল দাস (৪১), নিতাই দাসের ছেলে হৃদয় দাস (২১), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার কোরালিয়া গ্রামের কৃষ্ণ জলদাসের ছেলে রাস মোহন জলদাস (২৫) এবং ভোলা জেলার  মনপুরা উপজেলার মনপুরা গ্রামের গোপি জলদাসের ছেলে অভিরাম চন্দ্র জলদাস (২০)। এছাড়া আটককৃতদের মধ্যে ৮ জন শিশু এবং ৮ জন নারী রয়েছেন।

আটককৃত ভারতীয় দু’নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাস (২৫)।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দু’প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাত সাড়ে ১১টার সময় জীবননগর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬৮নং হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর বাসস্ট্যান্ডের পাশে পাকা রাস্তার উপর হতে ভারতীয় দু’নাগরিক পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাসকে (২৫) আটক করে।

পরে একই জায়গায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২১ জন বাংলাদেশীকে আটক করে বিজিবি। আটককৃত ২১ জন বাংলাদেশীর মধ্যে ৮ জন শিশু, ৮ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিলো। আটককৃত ২৩ জনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝