Dhaka, Thursday | 24 April 2025
         
English Edition
   
Epaper | Thursday | 24 April 2025 | English
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও ৯ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠলো ৩৯.৫ ডিগ্রীতে
দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপি শনাক্ত, কর নথি তলব
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
শিরোনাম:

নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর পরীক্ষার্থীদের হামলার চেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:২৮ পিএম  (ভিজিটর : ৭৩০)

এসএসসি পরীক্ষায় নকলে বাঁধা দেওয়ায় পরীক্ষা শেষে এক শিক্ষকের উপর হামলার চেষ্টা ও ধাওয়া করেছে নকলের সুযোগবঞ্চিত পরীক্ষার্থীদের একটি অংশ। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষক শামছুল ইসলাম পরীক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত হওয়ার ভয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।

সোমবার (২১ এপ্রিল) গণিত পরীক্ষা শেষে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ওই ঘটনাটি ঘটে।

শিক্ষকের দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, এসএসসি গণিত বিষয়ের পরীক্ষায় ৫ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন ইউনুস খাদিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শামছুল ইসলাম। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা একে অপরের খাতা দেখাদেখি করে পরিক্ষা দিচ্ছিলো। এসময় দ্বায়িত্বে থাকা শিক্ষক শামছুল ইসলাম এগুলো থেকে বিরত থাকতে বলেন। পরে পরীক্ষা শেষে সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষককে লাঞ্ছিত করার জন্য ধাওয়া করে পরীক্ষার্থীরা। এসময় মোটরসাইকেল চালিয়ে শিক্ষক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে তিনি বিষয়টি প্রথমে কেন্দ্র সচিবকে জানান। তারা বিষয়টি দেখবেন বলে শিক্ষককে আশ্বস্ত করেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজারকে অবহিত করলে তিনি লিখিত অভিযোগের পরামর্শ দেন।

বিষয়টি নিয়ে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ও কেন্দ্র সচিব মো. সেলিম জানান, বিষয়টি অত্যান্ত ন্যাক্কারজনক। পরীক্ষা শেষে প্রত্যবেক্ষক শিক্ষক এ বিষয়টি জানিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরী ভিত্তিতে শিক্ষকদের সাথে কথা বলে কোন কোন শিক্ষার্থী জড়িত তাদের সনাক্ত করে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝