যশোরের কেশবপুর উপজেলার ২০টি বিলে বোরো ধান কাটা তৃষ্ণার্ত ১ হাজার কৃষকদের মাঝে স্যালাইন, শরবত ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ।
বৃহস্পতিবার এসময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় প্রথমে বুড়িহাড়ি দক্ষীণবিলের বোরো ধান কাটা ২ শতাধিক কৃষক ও কৃষানির মাঝে শরবত, স্যালাইনের পানি এবং বিস্কুট বিতরণ করেন আবুল হোসেন আজাদ। এরপর কাবিলপুর, হাসানপুর, টিটাবাজিতপুর, মোমিনপুর, ভান্ডাখোলা, বগাবিল, সকশেকেনপুর, মহাদেবপুরসহ ২০টি বিলে বোরো ধান কাটা, প্রায় এক হাজার কৃষকদের মাঝে স্যালাইনের পানি, শরবত ও শুকনা খাবার বিতরণ করা হয়।
এফপি/রাজ