কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের (এ ইউনিট) স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন মো. আব্দুল্লাহ।
বুধবার (২৩ এপ্রিল) রাত ১২ টার দিকে স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল কুবির ওয়েবসাইটে প্রকাশ করা হলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘হাজীগঞ্জ মডেল কলেজ’ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ‘নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’ স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ব্যাবসায় প্রশাসন’ বিভাগে অধ্যয়নরত ছিলেন। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগে ৯৬.০০ নম্বর পেয়ে এ ইউনিটে প্রথম হন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘জার্নিটা মোটেও সহজ ছিলো না। সেকেন্ড টাইমার হিসেবে মানসিক ভাবে স্থিরতা নিয়ে পড়াশোনা করা ও পরীক্ষা দেওয়া কারো জন্যেও সহজ নয়। গত বছর আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। নিজেকে স্থির রেখে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে থাকি। অতঃপর পরীক্ষা দেওয়া হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আর যার ফলাফল আজকে আমার সামনে। আমার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে চাই। যাদের প্রেরণা ও সাহায্যে আজ আমি আমার কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই।’
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল, ২০২৫-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটে’ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এফপি/এমআই