Dhaka, Thursday | 24 April 2025
         
English Edition
   
Epaper | Thursday | 24 April 2025 | English
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও ৯ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠলো ৩৯.৫ ডিগ্রীতে
দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপি শনাক্ত, কর নথি তলব
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
শিরোনাম:

বাঞ্ছারামপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ২:৩৪ পিএম  (ভিজিটর : ৬৩৪)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরের জয়নগর গ্রামে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামের ৩নং ওয়ার্ডে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, আমার মেয়ে গত (১৪ এপ্রিল) মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির পাশে খেলার সময় আমাদের প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে আমার মেয়ের ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম। পরে তামিমের বিল্ডিং এর চিপাগলিতে আমার মেয়ের চিৎকার শুনতে পাই, আমি আমার ভাই দৌড়ে গিয়ে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, পরে তাকে উদ্ধার করে প্রথমে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। এ বিষয়ে শিশুটির মা- বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, শিশুটির মা- বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকাল দশটায় শিশুটির গ্রামের লোকজন, বিভিন্ন স্কুল/কলেজসহ সচেতন নগরিক সমাজ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

মানববন্ধনে বক্তার বলেন, ধর্ষক তামিম একজন কোরআনের হাফেজ হওয়ার পরও এমন ন্যক্কারজনক ঘটনায় আমরা হতভম্ব। অবিলম্বে ধর্ষক তামিমকে গ্রেফতার করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। নইলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝